হাটহাজারীতে মাছে বিষাক্ত পদার্থ মিশ্রণ করার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এক মাছ ববসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করেছেন।
রবিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যার দিকে পৌরসদরের মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, পৌরসদর এলাকার মাছ বাজারে এক মাছ ব্যবসায়ী বিক্রয় করার জন্য হাটে আনা মাছে বিষাক্ত পদার্থ মিশ্রণ করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন খবরে সত্যতা পান। পরে ওই মাছ ব্যবসায়ীকে মাছে মাদবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত পর্দাথ সেশানোর অপরাধে দুই হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং জরিমানার টাকা ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে ভবিষ্যতের জন্য বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ সাথে থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা স্বীকার করে সোমবার রাত ৯ টার দিকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।