হাটহাজারীতে বড়শি দিয়ে পুকুরে মাছ শিকার করতে গিয়ে নূরুল আলম নামের ৬৫ বছর বয়সী নিখোঁজ বৃদ্ধের লাশ অবশেষে ১ দিন পর পাওয়া গেছে।
শুক্রবার বেলা দশটার দিকে নিখোঁজের ১ দিন পর স্থানীয়রা উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ওবায়দুল্লাহ নগর এলাকার ওই পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে।এর আগে বৃহস্পতিবার বিকালে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
মাছ ধরে জীবিকা নির্বাহ করা নিহত নুরুল আলম ওই এলাকার মৃত গোলাম হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন বৃহস্পতিবার বিকাল বেলা প্রতিদিনের মত নূরুল আলম একই এলাকার একটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করতে যায়। অন্যান্য দিন সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে আসলেও বৃহস্পতিবার নূরুল আলম সন্ধ্যা পেরিয়ে গেলেও নিজ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোজাখোজি শুরু করে। পরে রাতে ওই পুকুরে গিয়ে তার মাছ শিকারের ব্যবহৃত বড়শি ও সরঞ্জাম দেখতে পাওযা গেলেও নুরুল আলমকে না পেয়ে পুকুরটিতে ডুপ দিয়ে ও জাল ফেলে তাকে খোঁজ করতে থাকে। কিন্তু গভীর রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে হাটহাজারী ফায়ার সার্ভিসের ডুরুবি দল পুকুরটিতে তল্লাশি চালানোর কথা থাকলেও এর আগেই স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করে বেলা দশটার দিকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেন।
সংশ্লিষ্ট মির্জাপুর ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #