হাটহাজারীতে “জীবনকে হ্যাঁ বলো, মাদককে না বলুন”, “যে মুখে ডাকি মা, সেই মুখে মাদক না”, “সুস্থ সমাজ বিকাশই আমাদের অঙ্গীকার” স্লোগান নিয়ে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৯ নভেম্বর)বিকালে উপজেলার গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.জসিম উদ্দিন চৌধুরী। গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল জাবের চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি ক্যান্সার। এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে।সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।”
এতে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে মো.আব্দুর রশিদ, হাটহাজারী প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক খোরশেদ আলম শিমুল,ডক্টর শহীদুল্লাহ একাডেমির অভিভাবক সদস্য মো.জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ শফিক আহমেদ ভুট্টু। এতে বক্তব্য রাখেন, সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক কর্মকর্তা মো. সালাউদ্দিন, মো. মাসুদ চৌধুরী, হুমায়ুন রশিদ চৌধুরী, ইয়াছার সৌরভ, শহিদুল ইসলাম চৌধুরী (মায়া) প্রমুখ।
এ সময় বর্তমান সভাপতি মো. মোশাররফ হোসেন চৌধুরী, বাবর, শহীদ, রাজু, জাহেদ,পুতুল, ইমন,বাবু,সালাউদ্দিন, সায়েম,রিপন,আকিব,ইউপি সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















