চট্টগ্রাম 6:48 pm, Thursday, 3 July 2025

হাটহাজারীতে মাদকসেবীদের ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় মো.আনোয়ার (৩৪) নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার দিকে উপজেলা মেখল ইউনিয়নস্থ ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো.আনোয়ার, ছিপতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য। সে ওই ওয়াডের নুর আহম্মদের পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য আনোয়ার নিজ বাড়ীতে যাওয়ার সময় নিজ এলাকার ইয়াকুব নামের এক ব্যক্তি রহিম ও অজ্ঞাত আরো দুইজন সহ মোট ৪ জন  মিলে মাদক সেবন করছিল দেখে তাদের মাদক সেবনে বাঁধা দেয়। এর রেশ ধরে শুক্রবার সন্ধ্যার দিকে আনোয়ার বাড়ি যাওয়ার পথে ইছাপুর বাজার অতিক্রম করার সময় উল্লেখিত ৪ ব্যক্তি হঠাৎ তাকে আক্রমন করে ছুরিকাঘাত করে।  এ সময় ভিকটিম চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আক্রমনকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখনে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।

ভিকটিম ইউপি সদস্য আনোয়ার জানান, মাদকসেবী ইয়াকুব, নাক কাটা রহিম ও অপর অজ্ঞাত দুইজনসহ মোট ৪/৫ জন মিলে আমার উপর এ হামলা চালিয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু রাত সাড়ে ১০ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা জানান, ভিকটিমের শরীরের ৫টি স্থানে লম্বা ও গভীর জখম করা হয়েছে এবং প্রায় ৩০টির অধিক সেলাই দেয়া হয়েছে বলেও জানান তিনি।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান শুক্রবার  রাত সাড়ে ১০ টার দিকে জানান, ইউপি সদস্য কে ছুরিকাঘাতের ঘটনায় থানায় অভিযোগ হচ্ছে এবং এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের মদনহাট বাজারে ইউপি সদস্য নুরুল আবছার তারেক নামের একজনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো অপরাধীদের আটক করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বন কেটে গড়ে ওঠা কোহিনূর শিপইয়ার্ডে আবারও উচ্ছেদ অভিযান

হাটহাজারীতে মাদকসেবীদের ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত

Update Time : 07:44:54 am, Saturday, 29 June 2024

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় মো.আনোয়ার (৩৪) নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যার দিকে উপজেলা মেখল ইউনিয়নস্থ ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো.আনোয়ার, ছিপতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য। সে ওই ওয়াডের নুর আহম্মদের পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য আনোয়ার নিজ বাড়ীতে যাওয়ার সময় নিজ এলাকার ইয়াকুব নামের এক ব্যক্তি রহিম ও অজ্ঞাত আরো দুইজন সহ মোট ৪ জন  মিলে মাদক সেবন করছিল দেখে তাদের মাদক সেবনে বাঁধা দেয়। এর রেশ ধরে শুক্রবার সন্ধ্যার দিকে আনোয়ার বাড়ি যাওয়ার পথে ইছাপুর বাজার অতিক্রম করার সময় উল্লেখিত ৪ ব্যক্তি হঠাৎ তাকে আক্রমন করে ছুরিকাঘাত করে।  এ সময় ভিকটিম চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আক্রমনকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখনে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।

ভিকটিম ইউপি সদস্য আনোয়ার জানান, মাদকসেবী ইয়াকুব, নাক কাটা রহিম ও অপর অজ্ঞাত দুইজনসহ মোট ৪/৫ জন মিলে আমার উপর এ হামলা চালিয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু রাত সাড়ে ১০ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা জানান, ভিকটিমের শরীরের ৫টি স্থানে লম্বা ও গভীর জখম করা হয়েছে এবং প্রায় ৩০টির অধিক সেলাই দেয়া হয়েছে বলেও জানান তিনি।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান শুক্রবার  রাত সাড়ে ১০ টার দিকে জানান, ইউপি সদস্য কে ছুরিকাঘাতের ঘটনায় থানায় অভিযোগ হচ্ছে এবং এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের মদনহাট বাজারে ইউপি সদস্য নুরুল আবছার তারেক নামের একজনের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো অপরাধীদের আটক করা সম্ভব হয়নি।