হাটহাজারীতে মোহাম্মদ ওসমান গণি (৩৫) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের এলাকার ১নং গেইটের পশ্চিম পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়ে।
নিহত ওসমান গণি ওই এলাকার আলম ফকির বাড়ীর মোহাম্মদ সোলায়মানের পুত্র এবং পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে।
পুলিশ জানায়, বিদেশ থেকে দেশে ফিরে এসে পরিবার থেকে আলাদা হয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো ওসমান গণি। খবর পেযে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মরদেহটি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল এবং ঘরের দরজাও খোলা ছিলো। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হাসান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদককে জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।