চট্টগ্রাম 4:16 pm, Tuesday, 13 January 2026

হাটহাজারীতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব আগামী শুক্রবার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হাটহাজারীতে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব আগামী ১৬ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।

উপজেলার ফতেয়াবাদ, নন্দীরহাট, হাটহাজারী, মেখল ও সরকারহাট সৎসঙ্গ শ্রীমন্দির, কেন্দ্র-বিহার যৌথ উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মহাসমারোহে এ জন্ম মহোৎসব অনুষ্টিত হবে।

সৎসঙ্গ বাংলাদেশ, চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আয়োজিত এই মহা – মহোৎসব সুষ্টু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজকরা। এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতি-প্রত্যেকের উপস্থিতি অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রশান্ত কুমার নন্দী ও সম্পাদক গোপাল কৃঞ্চ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী নূপুর কান্তি দেব।

শুক্রবার ভোরে মাঙ্গলিক নহবত তৎসহ উষাকীর্ত্তনের মধ্য দিয়ে হাটহাজারী উপজেলা উৎসব শুরু হবে। সকাল ৭টা ৪১ মিনিটে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী লিখন ও সংগীত প্রতিযোগিতা। সকাল ১০টায় শ্রীশ্রীঠাকুর প্রবর্তিত ছড়াগান। সকাল ১১টায় মাতৃসম্মেলন: আলোচ্য বিষয়(সংসার ও পারিপাশির্^কে মায়েদের করণীয়)। ১টায় ভা-ারায় প্রসাদ বিতরণ। ১টা ১৫ মিনিট ভক্তিমূলক গানের অনুষ্ঠান। দুপুর ১টা ৩১ মিনিট সাধারণ সভা আলোচ্য বিষয়: শ্রীশ্রীঠাকুরের দিব্যজীবন ও আচার্য পরম্পরা। বিকেল চারটা ৩১ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ছন্দের তালে তালে’। বিকেল ৫টা ৩০ মিনিটে সমবেত সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। এছাড়া দিনব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় উৎসবের সমাপ্তি হবে।

উল্লেখ্য, উক্ত উৎসবে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ভোগরাগ ও দীক্ষা যথারীতি চলবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব আগামী শুক্রবার

হাটহাজারীতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব আগামী শুক্রবার

Update Time : 04:15:29 pm, Tuesday, 13 January 2026

হাটহাজারীতে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব আগামী ১৬ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।

উপজেলার ফতেয়াবাদ, নন্দীরহাট, হাটহাজারী, মেখল ও সরকারহাট সৎসঙ্গ শ্রীমন্দির, কেন্দ্র-বিহার যৌথ উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মহাসমারোহে এ জন্ম মহোৎসব অনুষ্টিত হবে।

সৎসঙ্গ বাংলাদেশ, চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আয়োজিত এই মহা – মহোৎসব সুষ্টু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজকরা। এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতি-প্রত্যেকের উপস্থিতি অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রশান্ত কুমার নন্দী ও সম্পাদক গোপাল কৃঞ্চ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী নূপুর কান্তি দেব।

শুক্রবার ভোরে মাঙ্গলিক নহবত তৎসহ উষাকীর্ত্তনের মধ্য দিয়ে হাটহাজারী উপজেলা উৎসব শুরু হবে। সকাল ৭টা ৪১ মিনিটে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী লিখন ও সংগীত প্রতিযোগিতা। সকাল ১০টায় শ্রীশ্রীঠাকুর প্রবর্তিত ছড়াগান। সকাল ১১টায় মাতৃসম্মেলন: আলোচ্য বিষয়(সংসার ও পারিপাশির্^কে মায়েদের করণীয়)। ১টায় ভা-ারায় প্রসাদ বিতরণ। ১টা ১৫ মিনিট ভক্তিমূলক গানের অনুষ্ঠান। দুপুর ১টা ৩১ মিনিট সাধারণ সভা আলোচ্য বিষয়: শ্রীশ্রীঠাকুরের দিব্যজীবন ও আচার্য পরম্পরা। বিকেল চারটা ৩১ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ছন্দের তালে তালে’। বিকেল ৫টা ৩০ মিনিটে সমবেত সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। এছাড়া দিনব্যাপি নানা অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় উৎসবের সমাপ্তি হবে।

উল্লেখ্য, উক্ত উৎসবে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ভোগরাগ ও দীক্ষা যথারীতি চলবে। #