চট্টগ্রাম 3:49 am, Sunday, 13 July 2025

হাটহাজারীতে সড়ক অবরোধ করে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ ; চার দফা দাবি

কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চবি শিক্ষার্থীরা হাটহাজারী অক্সিজেন মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে।

বুধবার (০৩ জুলাই) উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ চবি ১নং গেটে হাটহাজারী অক্সিজেন মহাসড়কের উপর এ সমাবেশ করা হয়।

প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় চরম দূর্ভোগের স্বীকার হয় যানজটে আটকে পড়া সাধারন যাত্রীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ থেকে সরে আসেন।

এর আগে দুপুর বারোটার দিকে কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে তৃতীয় দিনের মতো চলা আন্দোলনে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে সাধারন শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ, বুদ্ধিজীবী চত্বর, কাটা পাহাড় ও জিরো পয়েন্ট মোড় হয়ে ১ নং গেইট সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে গিয়ে শেষ হয়। এবং সেখানে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করে।

অবরোধস্থল সাধারন শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে  দেয়া বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে। তাদের দাবী সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

এসময় শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ২. ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। ৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। ৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে সড়ক অবরোধ করে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ ; চার দফা দাবি

Update Time : 09:01:03 am, Thursday, 4 July 2024

কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চবি শিক্ষার্থীরা হাটহাজারী অক্সিজেন মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে।

বুধবার (০৩ জুলাই) উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ চবি ১নং গেটে হাটহাজারী অক্সিজেন মহাসড়কের উপর এ সমাবেশ করা হয়।

প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় চরম দূর্ভোগের স্বীকার হয় যানজটে আটকে পড়া সাধারন যাত্রীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ থেকে সরে আসেন।

এর আগে দুপুর বারোটার দিকে কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে তৃতীয় দিনের মতো চলা আন্দোলনে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে সাধারন শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ, বুদ্ধিজীবী চত্বর, কাটা পাহাড় ও জিরো পয়েন্ট মোড় হয়ে ১ নং গেইট সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে গিয়ে শেষ হয়। এবং সেখানে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করে।

অবরোধস্থল সাধারন শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে  দেয়া বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে। তাদের দাবী সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

এসময় শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। ২. ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। ৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। ৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”