চট্টগ্রাম 3:43 am, Saturday, 26 July 2025

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালক নিহত

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর কালি বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যাওয়া টেম্পু গাড়ির নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া নামের আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে নাজিরহাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত টেম্পু গাড়ির নিচে থেকে লাশটি উদ্ধার করেছে।

স্থানীয় ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে সড়কের পাশে পড়ে থাকা গাড়িটি দেখে নাজিরহাট হাইওয়ে পুলিশকে বেলা সাড়ে দশটার দিকে বিষয়টি জানান স্থানীয়রা। খবর পেয়ে বেলা তারা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের পাশের খাদ থেকে উঠানোর সময় গাড়ির নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার পকেটে পাওয়া আইডি কার্ড লেখা আছে লিটন বড়ুয়া এবং বাড়ি রাঙ্গুনিয়া। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার ভোর রাত অথবা খুব সকালের দিকে নাজিরহাটের দিকে যাওয়ার সময় টেম্পু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় গাড়িটির চালক ওই টেম্পুর নিচে চাপা পড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন।

ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম জানান, টেম্পু চালকের লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পকেটে পাওয়া আইডি কার্ডের সুত্র ধরে একটি মোবাইল নম্বরে কথা হয়েছে। তারা রাঙ্গুনিয়া উপজেলা থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আসতেছেন। তারা আসলে লাশ শনাক্ত করে বিস্তারিত নাম ঠিকানা জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বর্তমান দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের যোগ্য হয়ে উঠতে হবে-এডভোকেট সাইফুর রহমান

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালক নিহত

Update Time : 07:18:01 pm, Thursday, 24 July 2025

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর কালি বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যাওয়া টেম্পু গাড়ির নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া নামের আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে নাজিরহাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত টেম্পু গাড়ির নিচে থেকে লাশটি উদ্ধার করেছে।

স্থানীয় ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে সড়কের পাশে পড়ে থাকা গাড়িটি দেখে নাজিরহাট হাইওয়ে পুলিশকে বেলা সাড়ে দশটার দিকে বিষয়টি জানান স্থানীয়রা। খবর পেয়ে বেলা তারা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের পাশের খাদ থেকে উঠানোর সময় গাড়ির নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার পকেটে পাওয়া আইডি কার্ড লেখা আছে লিটন বড়ুয়া এবং বাড়ি রাঙ্গুনিয়া। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার ভোর রাত অথবা খুব সকালের দিকে নাজিরহাটের দিকে যাওয়ার সময় টেম্পু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় গাড়িটির চালক ওই টেম্পুর নিচে চাপা পড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন।

ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম জানান, টেম্পু চালকের লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পকেটে পাওয়া আইডি কার্ডের সুত্র ধরে একটি মোবাইল নম্বরে কথা হয়েছে। তারা রাঙ্গুনিয়া উপজেলা থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আসতেছেন। তারা আসলে লাশ শনাক্ত করে বিস্তারিত নাম ঠিকানা জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।