হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও অটোরিকশা যাত্রী তিন স্কুল শিক্ষিকাসহ মোট চারজন আহত হয়েছে।
রবিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার সুবেদার পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন, সিএনজি চালক মো.রফিক (৩৫), স্কুল শিক্ষিকা রেজওয়ানা ইয়াসমিন (৩৫), শেলী খাস্তগীর (৫৮), সায়মা আক্তার (৩০)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনারদিন স্কুল ছুটির পর উপজেলার ছিপাতলী ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই তিন শিক্ষিকা সিএনজি চালিত অটোরিকশা যোগে (চট্টগ্রাম -১৩- ৩৯৬১) হাটহাজারী পৌরসভার বাস স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থান অতিক্রম করার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালক সহ তিন শিক্ষিকা আহত হয়। দুর্ঘটনার পর পর আশেপাশের লোকজন ছুটে এসে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনায় সিএনজি চালক রফিক গুরুতর আহত হয় বলে জানান তার ভাই হানিফ। খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করেন।
জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার ইনচার্জ আসাদ সন্ধ্যা ৭ টার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে ।