হাটহাজারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী মো.ফরিদুল ইসলাম (৪০) কে আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারী) ভোরে তাকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঘুন্ডি শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
আটক ফরিদ ১১ নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি সৈয়দ পাড়াস্থ নুর আহম্মদ সওদাগরের বাড়ির মৃত শামসুল আলমের পুত্র।
সূত্রে জানা যায়, বুধবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ উল্লেখিত স্থান থেকে আসামি ফরিদুল ইসলাম কে আটক করে বিকালের দিকে বিজ্ঞ আদালত প্রেরন করলে সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবান বন্ধী দেয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান বুধবার সন্ধ্যার দিকে এ প্রতিবেদক কে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আটককৃত আসামি ফরিদুল ইসলাম তার স্ত্রী বানু প্রকাশ হাসিনা বেগমকে মারধর করে মারাত্মক জখম করে। এতে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত সোমবার থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১০।