হাটহাজারীতে মো.মহিউদ্দিন (৪৫) নামের আটটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকার একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, আটটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মহিউদ্দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে আত্নগোপনে ছিলো এতোদিন। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে সে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার একটি বাসায় অবস্থান করছে। পরে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) আরিফ হোসেন ও চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির পিপিএম-দ্বয়ের নেতৃত্বে চান্দগাও থানা পুলিশের একটি বিশেষ টিম উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল কবির পিপিএম গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।