হাটহাজারীর প্রবীণ আলেম,নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য ও আমেলা সদস্য মাওলানা ইউনুস বার্ধক্য জনিত কারণে (৭৯) ইন্তেকাল করেছেন।
রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে এগারটার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে ধর্মীয় মহল সহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হাটহাজারী পৌরসভার বাসিন্দা এ আলেম এর মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন, সারা বাংলার ৫৮ হাজার গ্রামে ৫৮ হাজার নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠায় আমার অন্যতম সহযোদ্ধা বিশিষ্ট আলেম সংগঠক ও সমাজ সেবক মাওলানা ইউনুস রহঃ এর ইন্তেকালে জাতি হারালো তার এক শ্রেষ্ঠ সন্তান,উম্মাহ হারালো তার একজন দরদী রাহবার এবং আমরা হারালাম আমাদের এক অন্যতম সহযোদ্ধা।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির (চট্টগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য ও কারানির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং হাটহাজারী মাদরাসার শায়খে সানী আল্লামা শোয়াইব জমিরী,হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতী মুহাম্মদ আলী কাসেমী,যুগ্ম মহাসচিব যথাক্রমে মাওলানা নাছির উদ্দিন মুনির,মাওলানা মীর ইদরিস নদভী,সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা জাফর আহমদ,মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, হেফাজতের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জনাব মুহাম্মদ আহসান উল্লাহ, কেন্দ্রীয় ত্রাণ সম্পাদক যথাক্রমে মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা নিজাম সাইয়্যিদ, হেফাজতের উপজেলা সেক্রেটারী মাওলানা এমরান সিকদার, হাটহাজারী মাদরাসার শিক্ষক যথাক্রমে মুফতী বশিরুল করিম, মাওলানা ক্বারী তামিমুল ইসলাম, মাওলানা সাকিব আমজাদ জমিরী প্রমূখ আলেমগণ শোক প্রকাশ করেছেন।
একইদিন বাদে মাগরিব হাটহাজারী মাদ্রাসা মাঠে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।