বরেণ্য শিক্ষাবিদ, নাজিরহাট কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু ব্রজ গোপাল বৈষ্ণব (৮৩) আর নেই।
শনিবার দিবাগত রাতে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীর্জাপুরস্থ নিজ বাড়িতে ধর্মীয় রীতিতে তাঁর শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। #