হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নস্থ ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মো:গিয়াস উদ্দিন (চেয়ারম্যান)।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,আগামী নির্বাচনে জাতীয়তাবাদ দল বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে সেটা বুঝতে পেরে কিছু ষড়যন্ত্রকারীদল বিদেশি সংস্কৃতি পিআর পদ্ধতিকে নিয়ে সামনে আসছে। বাংলাদেশের সাধারণ মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে এবং ব্যালেটের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে ধানের শীষ প্রতীকে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই বলেও উল্লেখ করেন তিনি।
প্রবীণ রাজনীতিবিদ মো:সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মেখল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক জসিম উদ্দীন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো:ইসমাইলের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মেখল ইউনিয়নের বিএনপির সভাপতি ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন মেখল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জিএম সাইফুল, মেখল ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মো:দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল মেম্বার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো:হাসান প্রমুখ।
এ সময় স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। #