হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে ১০ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্স আগামী ৩০ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বিহার পরিচালনা কমিটি ও বিহারের আওতাধীন দায়ক/ দায়িকা ও গ্রামবাসী ইতিমধ্যে যাবতীয় প্রস্ততি শুরু করেছে। বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধ আত্মশুদ্ধি, আত্মমুক্তি, নিজকে জানা, সমস্ত লোভ, লালসা, হিংসা বিদ্বেষ, আত্ম অহংকার পরিহার করে, ইহ কালে সকল অকুশল থেকে নিজকে মুক্ত করে, কল্যানের পথে নিজে সর্মপর্নের মাধ্যমে, মেত্তা করুনা, মুদিতা উপেক্ষার পথে নিজকে পরিচালনা করে পরকালের শান্তি তথা নির্বানের পরম সুখ ও শান্তি লাভের প্রত্যাশায় এই বিদর্শন ভাবনা অনুশীলন কোর্সর প্রবর্তন করেছিলেন।
তাঁরই নিদের্শনা অনুসারে বৌদ্ধ জনগোষ্ঠী বিভিন্ন সময় এই বিদর্শন ভাবনা অনুশীলন কোর্সের আয়োজন করে থাকেন। বছরের যে কোন সময় এই ধ্যান অনুশীলন কোর্সের আয়োজন করা যেতে পারে। তবে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধদের পবিত্র বর্ষাব্রত অধিষ্ঠান তথা আত্মসংযমের মাসেই সাধারণত বেশীর বৌদ্ধ মন্দির/ প্যাগোডায় ধ্যান অনুশীলনের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় মির্জাপুর গৌতমাশ্রম বিহারে বিদর্শন ভাবনা কোর্সের আয়োজন করা হয়েছে। বিদর্শন ভাবনা কোর্স পরিচালনা করেবেন প্রতিযশা বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাথেরো। তাঁর সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন ভদন্ত অলোকাবংশ থেরো।
বিদর্শন ভাবনা কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সভাপতি ধর্ম সারথি অভিধায় বিভূষিত ভদন্ত শাসনানন্দ মহাথেরো বি এ (সন্মান) এম এ ফাস্ট ক্লাশ। বিদর্শন ভাবনা কোর্সকে আবাল বৃদ্ধ, বর্নিতার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ লায়ন অনুপম বড়ুয়া।