চট্টগ্রাম 7:26 pm, Sunday, 3 August 2025

হাটহাজারীর সন্তান ড.ইউনুস হচ্ছেন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান

হাটহাজারী সন্তান নোবেল বিজয়ী অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ অগাস্ট) রাতে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার হাজী মৃত দুলা মিয়া সওদাগর এবং সুফিয়া খাতুনের সন্তান। ড.ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজের পড়াশোনা করেন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

ড. মুহাম্মদ ইউনূসের সহধর্মিনী ডঃ আফরোজী ইউনুস। ব্যক্তিগত জীবনে মুহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মুহাম্মদ ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ছিলেন।

বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবেও সমাদৃত। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন।

ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৮৭), বিশ্ব খাদ্য পুরস্কার (১৯৯৪),প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯), আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার (২০০০), ভলভো পরিবেশ পুরস্কার (২০০৩), কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ (২০১০) অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীর সন্তান ড.ইউনুস হচ্ছেন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান

Update Time : 11:14:35 pm, Wednesday, 7 August 2024

হাটহাজারী সন্তান নোবেল বিজয়ী অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ অগাস্ট) রাতে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার হাজী মৃত দুলা মিয়া সওদাগর এবং সুফিয়া খাতুনের সন্তান। ড.ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজের পড়াশোনা করেন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

ড. মুহাম্মদ ইউনূসের সহধর্মিনী ডঃ আফরোজী ইউনুস। ব্যক্তিগত জীবনে মুহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মুহাম্মদ ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ছিলেন।

বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবেও সমাদৃত। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন।

ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৮৭), বিশ্ব খাদ্য পুরস্কার (১৯৯৪),প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯), আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার (২০০০), ভলভো পরিবেশ পুরস্কার (২০০৩), কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ (২০১০) অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।