মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাটহাজারীর মো.নূর নবী (৪১) প্রকাশ নয়ন র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নূর নবী উপজেলার ধলই ইউনিয়নের মৃত মফজল আহমেদের পুত্র।
জানান, ঢাকার আশুলিয়া থানার মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর নবী নগরের অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।