হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সভা ও দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুফতী ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম মাওলানা মুফতী জসিম উদ্দিনকে সভাপতি এবং বোয়ালখালী ওয়াহেদিয়া মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকাল ৪ টা থেকে হাটহাজারী পৌরসভার আলিপুর নুরানী তালিমুল কুরআন মাদ্রাসায় এ কাউন্সিলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের আলেমদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্যের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট শুরা কাউন্সিল ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করেন।
অনুষ্ঠিত কাউন্সিলে মুফতী মুহাম্মদ আলী কাসেমীকে সিনিয়র সহ-সভাপতি, হেফাজতের যুগ্ম মহাসচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনিরকে সহ-সভাপতি ও হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে সিনিয়র যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়েছে।
এতে হাটহাজারী উপজেলার সকল ওলামায়ে কেরাম, জামাতে মেশকাত এবং দাওরায়ে হাদিসে অধ্যায়নরত সকল হযরাতদের মাঝে হাটহাজারী ওলামা পরিষদের ভর্তি ফরমও বিতরণ করা হয়।