হাটহাজারী পৌরসভার কাঁচাবাজারে ‘আজমল জেনারেল স্টোর ও মক্কা স্টোর ‘ নামক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুইশত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই প্রতিষ্ঠান মালিক যথাক্রমে ফরিদুল আলম (৬৮) এবং আজমল (৩৯) কে ১২ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ অগাস্ট) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিক্তিতে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোড়স্থ উল্লেখিত দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় দুইশত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে আজমল জেনারেল স্টোরের মালিক আজমল কে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারায় দশ হাজার টাকা এবং মক্কা স্টোরের মালিক ফরিদুল আলম কে দুই হাজার টাকাসহ মোট বারো হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয়। এ সময় প্রায় দুইশত কেজি পলিথিন জব্দ করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ পলিথিনের আনুমানিক বাজার মুল্য ছত্রিশ হাজার টাকা। অভিযানে পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানের অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।