চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী সদর ইউনিয়ন কে পৌরসভায় উন্নিত করে ইউএনও কে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছিল ২০১২ সালে।এরপর আজ প্রায় এক যুগ পাড় হতে চললেও নির্বাচন হবে হবে বলে বিভিন্ন অজুহাতে এযাবৎ নির্বাচন হয়নি।
ইতিমধ্যে সারা বাংলাদেশে সময়মত প্রায় সব পৌরসভার নির্বাচন শেষ হলেও রহস্যজনক কারণে হাটহাজারী পৌরসভার নির্বাচন না করে হঠাৎ হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান কে প্রশাসক নিয়োগ দেয়া হলো।যদিও ঐ দায়িত্বে এতদিন ইউএনও ছিল। এতে হাটহাজারী পৌরসভার অধিবাসী এবং সম্ভাব্য মেয়র পদের প্রত্যাশী ব্যাক্তিবর্গ অনেকটাই হতাশ হয়েছেন।
বলা যায়,হাটহাজারী পৌরসভায় নতুনভাবে একই উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) কে নিয়োগ দিয়ে নির্বাচন যাতে না হতে পারে সে কারণে নির্বাচন কফিনে শেষ পেরেক টাও টুকে দেয়া হয়েছে। ফলে হয়তো,আগামী সংসদ নির্বাচনের আগে পৌরসভা নির্বানের আর কোন সম্ভাবনাই নেই।
তবে কথা উঠেছে, ভূমি অফিসের কাজ যেমন জটিল তেমনি পৌরসভার জনসম্পৃক্ত কাজ আরও খটকালো।ফলে এক ব্যক্তির দ্বারা উভয়দিক সামলানো অনেকটাই কঠিন হয়ে পড়বে।
এছাড়া স্থানীয় জনসাধারণ যেমন হয়রানি ও ভোগান্তির শিকার হবে,তেমনি উভয় অফিসে ঘুষের প্রবনতাও বেড়ে যাবে। এসব কিছু থেকে পরিত্রান পেতে একজন স্বতন্ত্র ব্যক্তিকে ভারপ্রাপ্ত মেয়র কিংবা প্রশাসক নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করছে স্থানীয় জনসাধারণ।