হাটহাজারী উপজেলা ফুটবল লীগে হাটহাজারী ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করেছে।
শুক্রবার (১৬ মে) হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উক্ত খেলায় হাটহাজারী ফুটবল একাডেমি ১–০ গোলে কাটিরহাট আরজি ফুটবল একাডেমিকে পরাজিত করে।
উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাটহাজারী ফুটবল একাডেমির খেলোয়াড় পার্থ দাস কৃষ্ণ। তাকে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার প্রদান করেন ক্রিড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খোরশেদ আলম শিমুল।
এসময়, সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আছলাম মোর্শেদ, আব্দুল মান্নান দৌলত, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. শরীফ হোসেন।ক্রীড়া সংগঠক সোহেল সিদ্দিকী, রেজাউল করিম বাবু, মোহাম্মদ রায়হান, আবুল বশর প্রমুখ উপস্থিত ছিলেন।