হাটহাজারী বাজারে হঠাৎ স্ট্রোক করে মো.শহিদ প্রকাশ শহিদ ড্রাইভার (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ জুলাই) বেলা আনুমানিক সাড়ে দশটার দিকে হাটহাজারী বাজারের কাচারি সড়কের পাশে স্বরুপা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়াডস্থ চারিয়া মুরাদপুর এলাকার ইব্রাহিম মেম্বারের বাড়ির মৃত সিরাজুল ইসলামের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের পাশে ওই দোকানটির সামনে হঠাৎ করে স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রান হারান শহিদ। এসময় আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে নিহত শহিদকে মাটিতে শুইয়ে দেন।পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিবারের লোকজন এসে বেলা সাড়ে এগারটার দিকে নিহতের লাশ বাড়িতে নিয়ে যান।
নিহতের ভাগিনা রাশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলা ১ টার দিকে এ প্রতিবেদক কে জানান, শহিদ মামার বাড়ি চারিয়া মুরাদপুর গ্রামে হলেও তিনি থাকতেন হাটহাজারী পৌর সদর বাস স্টেশনের পশ্চিমে সুজা নগর ঈদগাহ এলাকার নতুন বাড়িতে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন এছাড়াও চুক্তিতে সিএনজি চালিত অটোরিকশার ডকুমেন্টসের কাজও করতেন। আজও তিনি ব্যাংকে লাইসেন্সের টাকা পে অর্ডার করতে গিয়েছিলেন। সুজানগর ঈদগাহ এলাকায় আজ বাদে আছর জানাযা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।