ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ মাস্টারের হত্যাকাণ্ডে জড়িত প্রধান দুই আসামি শরিফ ও আল আমিনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
অপরদিকে এ খবরে দোহার থানার প্রধান ফটকের সামনে হত্যাকা-ে জড়িত আসামিদের পাশাপাশি পিছনে থাকা মূল হোতাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ বিক্ষোভ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী সঠিকভাবে তদন্ত করে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই সকালে উপজেলার নয়াবাড়ি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর তীরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন অর রশিদ মাস্টারকে।