এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদী থেকে জব্দ করা আনুমানিক তিন হাজার একশ মিটার অবৈধ চর ঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৯ অগাস্ট) বিকালের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নোয়াহাট সংলগ্ন হালদা চত্তরে জালগুলো আগুনে পুড়ানো হয়।
এসময় হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো.মুজিবুল হক, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের উপ-পরিচালক ফারহানা লাভলী, রাউজান উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো.আলমগীর হোসেন, চ্যানেল আই এর ব্যুরো চীফ চৌধুরী ফরিদ,হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) রমজান আলী শুক্রবার রাতে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার নাঙ্গলমোড়া, ছিপাতলীর বোয়ালিয়ার মুখ ও আলমের কুম এলাকাসহ হালদা নদীর বিভিন্ন অংশে বৃহস্পতিবার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাতানো অবস্থায় পাঁচটি পরিমানে তিন হাজার একশ (৩১০০) মিটার অবৈধ ঘেরা জাল উদ্ধার করে জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ও টহল অব্যহত থাকবে বলেও জানান তিনি ।