চট্টগ্রাম 4:01 am, Saturday, 2 August 2025

হালদা নদী থেকে দুটি মৃত মা মাছ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদী থেকে দুটি মৃত কাতাল মাছ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা উপজেলার ১০ নং উত্তর মাদার্শার কুমারখালি ঘাটে দৈর্ঘ্য-৯৮ সে.মি. ও ওজন-প্রায় ১৬ কেজি এবং কুমারখালী ঘাট সংলগ্ন সুলতানা বাপের ঘাট এলাকা থেকে প্রায় ১০ কেজি ওজনের মাছটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য -৮৫ সে.মি।

সূত্রে জানা যায়, সকালের দিকে হালদা পাড়ের স্থানীয়রা নদীতে মাছ দুটি ভাসতে দেখে আশপাশের কয়েকজনকে খবরটি জানায়। পরে তারা মা মাছগুলো উদ্ধার করে। কুমারখালি ঘাটে থেকে উদ্ধার করা মাছটির কানকোর নিয়ে বঁড়শির আঘাতের চিহ্ন দেখা গেছে এবং সুলতানা বাপের ঘাট এলাকা থেকে উদ্ধার করা মাছটি পচে গলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, হালদা গবেষক ড.মো.শফিকুল ইসলাম বেলা ২ টার দিকে জানান, হালদা নদীর শাখাখালের মাধ্যমে প্রতিনিয়ত হালদায় ট্যানারী, পোল্ট্রি, বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে। বিগত কিছু দিনে ৪ টি মা মাছ ও ১ ডলফিনের মৃত্যু হয়েছে। ইদানিং হালদায় মনুষ্যসৃষ্ঠ ধ্বংসাত্মক কর্মকান্ড বেড়েই চলেছে যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের হালদা নদী থেকে শুক্রবার সকালে দুটি মৃত মা মাছ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে জুলাই-আগষ্ট স্মরণ ও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিএনপির মোটর শোভাযাত্রা

হালদা নদী থেকে দুটি মৃত মা মাছ উদ্ধার

Update Time : 06:45:29 pm, Friday, 28 June 2024

দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদী থেকে দুটি মৃত কাতাল মাছ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা উপজেলার ১০ নং উত্তর মাদার্শার কুমারখালি ঘাটে দৈর্ঘ্য-৯৮ সে.মি. ও ওজন-প্রায় ১৬ কেজি এবং কুমারখালী ঘাট সংলগ্ন সুলতানা বাপের ঘাট এলাকা থেকে প্রায় ১০ কেজি ওজনের মাছটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য -৮৫ সে.মি।

সূত্রে জানা যায়, সকালের দিকে হালদা পাড়ের স্থানীয়রা নদীতে মাছ দুটি ভাসতে দেখে আশপাশের কয়েকজনকে খবরটি জানায়। পরে তারা মা মাছগুলো উদ্ধার করে। কুমারখালি ঘাটে থেকে উদ্ধার করা মাছটির কানকোর নিয়ে বঁড়শির আঘাতের চিহ্ন দেখা গেছে এবং সুলতানা বাপের ঘাট এলাকা থেকে উদ্ধার করা মাছটি পচে গলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, হালদা গবেষক ড.মো.শফিকুল ইসলাম বেলা ২ টার দিকে জানান, হালদা নদীর শাখাখালের মাধ্যমে প্রতিনিয়ত হালদায় ট্যানারী, পোল্ট্রি, বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে। বিগত কিছু দিনে ৪ টি মা মাছ ও ১ ডলফিনের মৃত্যু হয়েছে। ইদানিং হালদায় মনুষ্যসৃষ্ঠ ধ্বংসাত্মক কর্মকান্ড বেড়েই চলেছে যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের হালদা নদী থেকে শুক্রবার সকালে দুটি মৃত মা মাছ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।