চট্টগ্রাম 11:35 pm, Tuesday, 16 December 2025

হালদা নদী থেকে ৪৬ কেজি ওজনের মৃত শুশুক উদ্ধার

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে প্রায় ৪৬কেজি ওজনের ১টি মৃত শুশুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের বাড়ীঘোনা এলাকার হালদা নদীর অংশ থেকে শুশুকটি উদ্ধার করা

সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুর একটার দিকে উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের বাড়ীঘোনা এলাকার হালদা নদীতে জোয়ারের পানিতে মদুনাঘাটের দিক থেকে মৃত একটি শুশুক ভেসে আসে। পরে স্থানীয়রা সংশ্লিষ্টদের বিষয়টি জানালে হালদা নদীর হাটহাজারি অংশের পাহারাদার মো.আলামগীর ও হালদা নৌ পুলিশ সেটি উদ্ধার করেন। পরে মৃত শুশুকটির সুরতহাল রিপোর্ট করে দেখা যায়, এটির দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ফিট। এর ওজন প্রায় ৪৬ কেজি এবং আনুমানিক বয়স ১৩-১৬বছর হতে পারে। সপ্তাহ খানেক পূর্বে এটি মারা গিয়ে থাকতে পারে।এটির শরীরে পচন ধরা ছিলো তবে শরীরের কোথাও বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাথার পাশে এবং পেটের দিকে সামান্য ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো.শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে মঙ্গলবার সন্ধ্যার দিকে জানান, ‘হালদা নদীর মারাত্নক দূষণ, নদীতে ইঞ্জিত চালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জাল এর কারণে ডলফিন/শুশুকের মৃতুর পরিমাণ বাড়ছে, যা হালদা নদীর জীববৈচিত্রের জন্য হুমকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে বিএনপির শোভাযাত্রা 

হালদা নদী থেকে ৪৬ কেজি ওজনের মৃত শুশুক উদ্ধার

Update Time : 09:35:59 pm, Tuesday, 16 December 2025

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে প্রায় ৪৬কেজি ওজনের ১টি মৃত শুশুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের বাড়ীঘোনা এলাকার হালদা নদীর অংশ থেকে শুশুকটি উদ্ধার করা

সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুর একটার দিকে উপজেলার উত্তর মাদ্রাসা ইউনিয়নের বাড়ীঘোনা এলাকার হালদা নদীতে জোয়ারের পানিতে মদুনাঘাটের দিক থেকে মৃত একটি শুশুক ভেসে আসে। পরে স্থানীয়রা সংশ্লিষ্টদের বিষয়টি জানালে হালদা নদীর হাটহাজারি অংশের পাহারাদার মো.আলামগীর ও হালদা নৌ পুলিশ সেটি উদ্ধার করেন। পরে মৃত শুশুকটির সুরতহাল রিপোর্ট করে দেখা যায়, এটির দৈর্ঘ্য ৬ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ফিট। এর ওজন প্রায় ৪৬ কেজি এবং আনুমানিক বয়স ১৩-১৬বছর হতে পারে। সপ্তাহ খানেক পূর্বে এটি মারা গিয়ে থাকতে পারে।এটির শরীরে পচন ধরা ছিলো তবে শরীরের কোথাও বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাথার পাশে এবং পেটের দিকে সামান্য ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো.শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে মঙ্গলবার সন্ধ্যার দিকে জানান, ‘হালদা নদীর মারাত্নক দূষণ, নদীতে ইঞ্জিত চালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জাল এর কারণে ডলফিন/শুশুকের মৃতুর পরিমাণ বাড়ছে, যা হালদা নদীর জীববৈচিত্রের জন্য হুমকি।