এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ নামক ফেসবুক ভিত্তিক গ্রুপের মানবিক কাউন্সিলের বন্ধুদের আয়োজনে বিভিন্ন সামাজিক মানবিক কাজের মধ্যে ঈদ এবং পূজায় সাইলেন্ট স্মাইল নামে একটি ইভেন্ট করা হয়, যার সহযোগিতায় থাকেন এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশের বন্ধুরা।
যেটাতে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা কাপড় দিয়ে থাকেন। তারই আলোকে এই দূর্গা পূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাচ্চাদের নতুন জামা কাপড় বিতরনের আয়োজন করেন, সীতাকুণ্ডের শঙ্কর মঠ মিশনের অনাথ আশ্রমের প্রায় ৪২ জন শিশুকে নতুন জামা কাপড়, শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, খাদ্য সামগ্রী, প্রাথমিক ঔষুধ, বিভিন্ন ফলজ ও বনজ চারা রোপন।
এছাড়া 0204 Blood Bank এর আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও পালন করা হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন 0204 এর মানবিক কাউন্সিলের সদস্য এডভোকেট ফয়সাল অভি, শিলা তাহের সহ 0204 এর সদস্য মোঃ আকতার হোসাইন এলিট, রতন নাথ, দীপক ভৌমিক, রহিম উদ্দীন, মোঃ শাহীন হোসেন এবং সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবী আব্দুল হালিম সহ আশ্রমের শিক্ষক কর্মকর্তাগন।