২৪ ঘন্টায়ও সন্ধান মেলেনি কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই পর্যটকের। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর দুইটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিখোঁজ কিশোরদের লাশ পাওয়ার অপেক্ষায় স্বজনসহ কাপ্তাই ফায়ার সার্ভিস সদস্যরা অপেক্ষা করছেন।
ঘটনাস্থলে ছুটে আসা নিখোঁজ প্রিয়ন্ত দে এর জেঠা তাপস দে বলেন, ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়। এখানে কাপ্তাই আসবে সেটা আমাদের জানায়নি। তারা বন্ধুরা চট্টগ্রাম পাথরঘাটা একসাথে হয়ে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে অবগত হই। এরপর খোঁজ খবর নেওয়া শুরু করি এবং ঘটনাস্থলে ছুটে আসি। আমরা প্রশাসনের কাছে নিখোঁজ সন্তানদের মরদেহের সন্ধান চাই।
কাপ্তাই ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, গতকাল থেকে এখনো পর্যন্ত তারা মরদেহের সন্ধান করে যাচ্ছে। তাদের না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ডুবুরি গতকাল ঘটনার পর থেকে সন্ধা পর্যন্ত সন্ধান চালাই কিন্তু নিখোঁজদের কোন সন্ধান করতে পারেনি। গতকাল সন্ধা ৭টায় ডুবুরি তাদের কার্যক্রম স্থগিত করে। আজ বুধবার মরদেহ ভেসে উঠার সম্ভাবনা থাকায় তারা পানিতে নামেনি বলে তিনি জানান।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে আসা ৯ জনের একটি কিশোর দল বোটে করে নদীপথে কাপ্তাই ঘুরতে আসে। এক পর্যায়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় ৩ বন্ধু গোসল করতে নেমে ১ জন কিনারে উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন দুইজন নদীতে তলিয়ে যায়। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও তাদের কোন সন্ধান মেলেনি।