বেশ কয়েক বৎসর বন্ধ থাকার পর পুনরায় হাটহাজারী উপজেলা ফুটবল লীগ ২০২৫ শুরু হতে যাচ্ছে ।
সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুটবল লীগ এর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ,মুজিবুর রহমান, আব্দুর মন্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, যুব উন্নয়ন অফিস সহ-কারি মো.শরীফ ।
ফুটবল লীগে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে ১০টি দল অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন । আগামী ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে প্রতিনিধি সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে । প্রতিনিধি সভায় খেলার পিকচারসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।এতে অংশগ্রহণকারী সকল টিমের কর্মকর্তাদেরকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আগামী ২মে উপজেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।