রাষ্ট্রমেরামতের ৩১ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে তারেক রহমান স্টেটসম্যানে পরিনত হয়েছেন বলে মন্তব্য করেছেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের প্রত্যয়ে ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাহীদুল ইসলাম চৌধূরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো একবছর পূর্বে রাষ্ট্রমেরামতের ৩১ দফা পেশ করেছেন।গত ৫ আগষ্ট ফ্যাসিজমের পতনের পর দলমত নির্বিশেষে যে সংস্কারের কথা বলা হচ্ছে তারেক রহমানের প্রস্তাবনায় তার সবই আছে। ইংরেজিতে একটা কথা আছে, ‘অ্যা পলিটিক্যাল থিংস ফর নেক্সট ইলেকশন, অ্যান স্টেটসম্যান থিংস ফর নেক্সট জেনারেশন।’ তারেক রহমান ৩১ দফে পেশ করার মাধ্যমে একজন স্টেটসম্যান এ পরিনত হয়েছেন।
তিনি আরও বলেন, বলেন গত ৫ আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হয়েছে তার মূল চেতনাকে যদি আমরা ধারন করতে না পারি তাহলে আমাদের পরিণতিও ভাল হবে না। জনগনই ক্ষমতার উৎস এটা আমাদের মনে রাখতে হবে।
নজরুল ইসলাম ভূ্ঁইয়ার সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য নুর হোসেন মিয়া, বদরুদ্দোজা মিয়া, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গণি, তোফাজ্জল হোসেন চৌধুরী যাদু মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, ফজলুল করিম জাহিদ, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন, ১৬ নং সাহের খালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন জাসাস সভাপতি আব্দুল্লাহ আল নোমান, আইয়ুব খান, গিয়াস উদ্দিন কাবুল, মুসলিম, জেবল হক প্রমুখ।