চট্টগ্রাম 9:13 pm, Saturday, 5 July 2025

মিরসরাইয়ে ঝর্ণায় দুর্ঘটনা রোধে পোস্টার সাঁটানো হয়েছে

চট্টগ্রামের মিরসরাই একাধিক নয়নাভিরাম ঝর্ণার জন্য সারাদেশে ব্যাপক পরিচিতি আছে। ঝর্ণা দেখতে পর্যটরা ছুটে আসেন দেশের নানাপ্রান্ত থেকে। প্রতিবছর বর্ষায় ছুটে আসা দেশের নানা প্রান্তের পর্যটকদের অনেকেই সচেতনার অভাবে ঝরণায় আনন্দ উপভোগ করতে গিয়ে লাশ হয়ে ফিরে যাচ্ছেন ।তাই সচেতনার জন্য পোস্টার সাঁটানো হয়েছে ঝর্ণা এলাকায়।

শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নতরী-৭১’ উদ্যোগে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক পোস্টার সাঁটানো হয়েছে।

এসবের মাধ্যমে পর্যটকদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি নুরুন নবী বলেন, ‘ প্রাকৃতিক ঝরনা হলেও অনেক পর্যটক ঝুঁকি বুঝে না। গাইডলাইনের অভাবে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা চাই, সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন, প্রকৃতিকে ভালোবাসেন এবং নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করেন।’

তাদের লাগানো পোস্টার ও ব্যানারে পর্যটকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে। তা হলো— ঝরনায় প্রবেশের সময় সাবধানতা অবলম্বন করুন, ঝুঁকিপূর্ণ জায়গায় না উঠুন, প্লাস্টিক বা ময়লা ফেলা থেকে বিরত থাকুন এবং নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় নির্দেশনা মানুন।

সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুন নবীর, যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিন, প্রচার সম্পাদক নাইমুর রহমান, স্বাস্থ্য সম্পাদক মো. লোকমান, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব এবং সদস্য নাঈম হোসেন মুন্না, শাহরিয়ার হোসেন আবির, সাকিব হোসেন ও ইরফান হোসেন সাদিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় আরাফাত রহমান খোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসপিআর স্পোর্টিং ক্লাব

মিরসরাইয়ে ঝর্ণায় দুর্ঘটনা রোধে পোস্টার সাঁটানো হয়েছে

Update Time : 06:46:13 pm, Saturday, 5 July 2025

চট্টগ্রামের মিরসরাই একাধিক নয়নাভিরাম ঝর্ণার জন্য সারাদেশে ব্যাপক পরিচিতি আছে। ঝর্ণা দেখতে পর্যটরা ছুটে আসেন দেশের নানাপ্রান্ত থেকে। প্রতিবছর বর্ষায় ছুটে আসা দেশের নানা প্রান্তের পর্যটকদের অনেকেই সচেতনার অভাবে ঝরণায় আনন্দ উপভোগ করতে গিয়ে লাশ হয়ে ফিরে যাচ্ছেন ।তাই সচেতনার জন্য পোস্টার সাঁটানো হয়েছে ঝর্ণা এলাকায়।

শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নতরী-৭১’ উদ্যোগে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক পোস্টার সাঁটানো হয়েছে।

এসবের মাধ্যমে পর্যটকদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি নুরুন নবী বলেন, ‘ প্রাকৃতিক ঝরনা হলেও অনেক পর্যটক ঝুঁকি বুঝে না। গাইডলাইনের অভাবে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা চাই, সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন, প্রকৃতিকে ভালোবাসেন এবং নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করেন।’

তাদের লাগানো পোস্টার ও ব্যানারে পর্যটকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে। তা হলো— ঝরনায় প্রবেশের সময় সাবধানতা অবলম্বন করুন, ঝুঁকিপূর্ণ জায়গায় না উঠুন, প্লাস্টিক বা ময়লা ফেলা থেকে বিরত থাকুন এবং নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় নির্দেশনা মানুন।

সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুন নবীর, যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিন, প্রচার সম্পাদক নাইমুর রহমান, স্বাস্থ্য সম্পাদক মো. লোকমান, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব এবং সদস্য নাঈম হোসেন মুন্না, শাহরিয়ার হোসেন আবির, সাকিব হোসেন ও ইরফান হোসেন সাদিক।