চট্টগ্রাম 4:04 pm, Friday, 19 September 2025

রাঙ্গুনিয়ার সরফভাটা স্কুলের ছাত্রী অপহরণকারীকে ধরতে মিছিল ও ইউএনও’কে স্মারকলিপি

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের সাথে জড়িত মূল হোতা রকিকে গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও ইউএনও’কে স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে সরফভাটা ছাত্র সমাজের আয়োজনে এবং কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচী করা হয়।

এরআগে অপহরণের ৪৮ ঘন্টা পর স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অপহরণ মামলা দায়ের হলে জড়িত চারজনকে পুলিশ গ্রেফতার করে। তবে মূল হোতা ‘রকি’ গ্রেফতার না হওয়ায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

রোববার সরফভাটা স্কুলের শিক্ষার্থী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এই স্মারকলিপি প্রদান কর্মসূচী করা হয়। মিছিলটি সরফভাটা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন হয়ে উপজেলা সদরের ইছাখালীস্থ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ইউএনও মাহমুদুল হাসান বরাবর স্মারকলিপি দেয়া হয়। এতে অংশ নেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকমহল।

তিন দফা দাবী সম্বলিত এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংগঠিত স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি রকি প্রকাশ্যে ঘুরে প্রতিবাদ কারীদের প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অদৃশ্য কারণে তাকে গ্রেফতারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেনা। এই অবস্থায় স্কুল ছাত্রী অপহরণের পর থেকে তাকে উদ্ধারের দাবীতে সোচ্চার আন্দোলনকারীরা ক্ষুব্ধ, মর্মাহত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়। এই বিষয়ে অভিযুক্ত রকিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ছাত্র-ছাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানান এবং মূল হোতা রকিকে অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানান। একই সময় বক্তব্যে একই প্রত্যয় ব্যক্ত করেন সেনাবাহিনীর সদস্যরাও।

উল্লেখ্য গেল বুধবার দুপুরে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে অপহরণ করা হয়। এতে স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করে। পর অপহরণের ৪৮ ঘন্টা পর শুক্রবার দুপুরে স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কেন্দ্রীয় নেতা মোর্শেদ আলম কে গণসংবর্ধনা দিলো কাপ্তাই বিএনপি

রাঙ্গুনিয়ার সরফভাটা স্কুলের ছাত্রী অপহরণকারীকে ধরতে মিছিল ও ইউএনও’কে স্মারকলিপি

Update Time : 07:45:13 pm, Sunday, 17 November 2024

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের সাথে জড়িত মূল হোতা রকিকে গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও ইউএনও’কে স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে সরফভাটা ছাত্র সমাজের আয়োজনে এবং কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচী করা হয়।

এরআগে অপহরণের ৪৮ ঘন্টা পর স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অপহরণ মামলা দায়ের হলে জড়িত চারজনকে পুলিশ গ্রেফতার করে। তবে মূল হোতা ‘রকি’ গ্রেফতার না হওয়ায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

রোববার সরফভাটা স্কুলের শিক্ষার্থী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এই স্মারকলিপি প্রদান কর্মসূচী করা হয়। মিছিলটি সরফভাটা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন হয়ে উপজেলা সদরের ইছাখালীস্থ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ইউএনও মাহমুদুল হাসান বরাবর স্মারকলিপি দেয়া হয়। এতে অংশ নেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকমহল।

তিন দফা দাবী সম্বলিত এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংগঠিত স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি রকি প্রকাশ্যে ঘুরে প্রতিবাদ কারীদের প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অদৃশ্য কারণে তাকে গ্রেফতারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেনা। এই অবস্থায় স্কুল ছাত্রী অপহরণের পর থেকে তাকে উদ্ধারের দাবীতে সোচ্চার আন্দোলনকারীরা ক্ষুব্ধ, মর্মাহত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়। এই বিষয়ে অভিযুক্ত রকিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ছাত্র-ছাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানান এবং মূল হোতা রকিকে অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানান। একই সময় বক্তব্যে একই প্রত্যয় ব্যক্ত করেন সেনাবাহিনীর সদস্যরাও।

উল্লেখ্য গেল বুধবার দুপুরে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে অপহরণ করা হয়। এতে স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করে। পর অপহরণের ৪৮ ঘন্টা পর শুক্রবার দুপুরে স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।