চট্টগ্রাম আন্ত, জিলা (রাঙামাটি-খা- গড়াছড়ি-রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪ সদস্যের পরিবারকে মরণোত্তর মৃত্যু ফান্ডের টাকা প্রদান ও সংগঠনের নব নির্বাচিত উপদেষ্টা এমএ শুক্কুরের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকালের দিকে পৌরসভার বাসস্ট্যান্ডের পপুলার সুপার মার্কেটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সংগঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক কদর আলী মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মো. তৈয়ব, মো.লোকমান, মাইনুদ্দিন মানিক, মো.কাসেম, মাহমুদুল্লাহ বাপ্পি, মো. জহির, মো.হারুন, রমজান আলী, মো. শফি, আকবর আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় চট্টগ্রাম আন্ত, জিলা (রাঙামাটি-খা- গড়াছড়ি-রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়নের উপস্থিত নেতৃবৃন্দরা সংগঠনের নব নির্বাচিত উপদেষ্টা পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান।
পরে সংগঠনের মৃত চার সদস্যদের পরিবারের প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে মৃত্যু ফান্ডের ৬০ হাজার টাকা করে মোট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রদান করা হয়।