চট্টগ্রামে মিরসরাই উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর হিংগুলী ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
২২ শে নভেম্বর (শুক্রবার) বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকালে হিংগুলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোশাররফ এর পরিচালনায় সভাপতিত্বে করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন হিঙ্গুলী ইউনিয়ন এর সভাপতি রেদোয়ানুল হক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার জামায়াত ইসলাম এর সাধারণ সম্পাদক মাইনউদ্দিন। অতিথিদের মাঝে অণ্যানদের মাঝে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আবু তাহের, হিংগুলী ইউনিয়ন জামাতের আমীর মাওলানা নুর নবী,
করে করের হাট ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ মোস্তফা জিহাদি, করের হাট ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, হিঙ্গুলী ইউনিয়ন এর ছাত্র শিবিরের সভাপতি মুশফিকুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ইউনিটের দায়িত্বশীল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কাজকে এগিয়ে নেওয়ার জন্য আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালী করতে হলে নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তৃণমূল সংগঠন শক্তিশালী হলে জাতীয় সংগঠন মজবুত কাঠামোর ওপর দাঁড়িয়ে যাবে। তিনি আরো বলেন শ্রমিকের অধিকার ও মর্যাদা এবং মালিকের প্রাপ্য সেবা যেমন ভারসাম্য ইসলামে দিয়েছে বলে উল্লেখ করেন।