শহিদ আমিনুল ইসলামের খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সেই সাথে সীতাকুণ্ডের ময়দানে যাদেরকে শহিদ করা হয়েচে তাদের খুনিদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনকে ব্যবস্হা নিতে হবে।আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ। শহীদ আমিনুল ইসলামের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার ৫নং ইউনিয়নের বাড়বকুণ্ড স্কয়ারে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাডবকুন্ড ইউনিয়ন জামায়াতের সভাপতি মছিহুদ্দৌলার্’র সভাপতিত্বে এসময় প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন, আই আই ইউ সি ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইসলামী ছাত্রশিবির চট্রগ্রাম জেলা উত্তরের সাবেক সভাপতি ও সীতাকুন্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুব উদ্দিন শিবলী।
বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি মু.তাহের, সীতাকুণ্ড উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্য আবুল হোসেন, সীতাকুণ্ড উপজেলার শিল্প ও বাণিজ্য সম্পাদক জনাব,শামসুল হুদা সহ আগত সমর্থক ও কর্মীবৃন্দ।