মীরসরাইয়ে ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত “নূরানী সনদ পরীক্ষার্থীদের কুরআন খতম, হিফজুল কুরআন বিভাগের ছবক প্রদান ও ২০২৪ শিক্ষাবর্ষের (প্লে থেকে দাখিল দশম শ্রেণীর) শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল” সফলভাবে সম্পন্ন হয়।
গতকাল মাদ্রাসা হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাফওয়ান বিন হারুন আল আযহারী সভাপতিত্বে মাদরাসার আরবী বিভাগের সিনিয়র শিক্ষক মাওলানা মাসুদুল আলম ও নূরানী বিভাগের প্রধান মাওলানা শহিদুল ইসলাম যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর, ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডীন ডঃ আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন লোহাগাড়ার পদুয়া আইনুল উলুম দারুস্ সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মাওলানা কাজী মাহমুদুল হাসান আনসারী, আল আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ শাহনেওয়াজ হোসাইন আল আযহারী, মীরসরাই লতিফিয়া দরবার শরীফের পীরজাদা, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন লতিফি, নিজামপুর মাওলানা আব্দুল গণি (রহঃ) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এম এ কাশেম, ছাগলনাইয়া একাডেমীর প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জাফর উদ্দিন, ডাকঘর বুড়া হুজুর (রহঃ) দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মীর কাসেম, বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাহিদুল ইসলাম আরিফ, ফারুকিয়া মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক জিয়াউল হকসহ প্রমুখ ।
অনুষ্ঠানে ফারুকিয়া হিফজ বিভাগের ৯ জন শিক্ষার্থী কুরআনের হিফজ সবক গ্রহণ করেন, ৪ জন শিক্ষার্থী কুরআনের সবক গ্রহণ করেন এবং পাঁচজন শিক্ষার্থী তাদের হিফজ সমাপ্তি করেন এবং শেষ সবক তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনা মধ্যে ছিল নূরানী সমাপনী বর্ষের (৩য় শ্রেণির) শিক্ষার্থীরা আসমাউল হুসনা পরিবেশন করেন এবং ২ রাকায়াত নামাজে ৬০ টি মাসয়ালা পরিবেশন ও প্রদর্শনী করেন। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা জানাজার নামাজের সঠিক পদ্ধতিসহ বাস্তব নমুনা প্রদর্শনী করে দেখান। আরবি ও ইংরেজিতে বক্তব্য প্রদান করেন নবম শ্রেণীর শিক্ষার্থী যথাক্রমে সাইদুল ইসলাম নাদিম ও ফাতেমা তুজ জোহরা মহিমা। বাংলা ও উর্দু নাশীদ পরিবেশন করেন ফারুকীয়া মাদরাসার শিল্পীবৃন্দ।