হাটহাজারীতে চলতি বছরের জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ-পরিদর্শক শাকিল,গণমাধ্যমকর্মীদের মধ্যে হাটহাজারী প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, যুগ্ন-সম্পাদক খোরশেদ আলম শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আশরাফুল রকি, ইরফান, আহতদের মধ্যে মো. সায়েম, সৈকত দাস, মো.শহিদুল ইসলাম, মো.জামাল, মো.তামিম, দিল মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সবশেষে উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো.কামাল আন্দোলনে আহত ও শহীদদের জন্য দোয়া প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন।