মিরসরাইয়ের করেরহাট অলিনগর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আশীষ চন্দ্র পুরোহিত (৬২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় ওই এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্লবার চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যা এবং আদালত ভবনে সহিংসতার সাথে জড়িত ছিল কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, সে স্থানীয় দালালেরর মাধ্যমে সীমান্তে ধরা পড়ে। প্রথমে ধমক দিলেও পরে ঘুষের প্রস্তাব দেয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। তিনি সৈয়দ আহমদ চৌধুরী লেইন জুবলী রোডের বাসিন্দা বলে বিজিবিকে জানিয়েছেন।
বর্ডার গার্ড বিজিবি -৪ লে:ক: মোশাররফ হোসেন জানান, আশীষ চন্দ্র পুরোহিত কে আটক করার সময় দুটি মোবাইল, টাকা ও ব্যবহৃত কাপড় পাওয়া গেছে। প্রাথমিক ভাবে আশীষ চন্দ্র পুরোহিত বিজিবি কে আরো বলেন , চিকিৎসার জন্য তিনি বৈধভাবে ভারতের ভিসা না পেয়ে চোরাই পথে বর্ডার পার হয়ে ভারত যাচ্ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদা’র জানান, বিজিবি আশীষ চন্দ্র পুরোহিত কে থানায় সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামের আদালত ভবনে হামলা এবং এডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যার ঘটনায় সম্পৃক্ততা রয়েছে কিনা তদন্ত করা হবে। বর্ডারে দেশ ত্যাগ করার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন