চট্টগ্রাম 11:20 am, Friday, 18 July 2025

ইগনাইট মিরসরাই’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ইগনাইট মিরসরাইয়ের উদ্যোগে এইচএসসি ও আলিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার ১৭৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও উপজেলায় ফলাফলে প্রথম হওয়া দুটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংগঠনটির সভাপতি মেহেদী হাসান জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. এ এন এম মেশকাত উদ্দীন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য কামরুদ্দীন নিশানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট সাইফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) মাঈন উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মীর হোসেন, সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. নেছারুল হক নুরী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আফছার উদ্দিন, চট্টগ্রাম দারুল ইরফান একাডেমি অধ্যক্ষ মাওঃ কেফায়েত উল্লাহ, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিপুল দাস, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন, ইগনাইট মিরসরাইয়ের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ও মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজ- বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ ইগনাইট মিরসরাই’র প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাইর গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং ইগনাইট মিরসরাইয়ের এমন আয়োজনকে সাধুবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সন্দ্বীপ পাবলিক হাইস্কুলে উষ্ণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইগনাইট মিরসরাই’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Update Time : 09:59:15 pm, Sunday, 1 December 2024

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ইগনাইট মিরসরাইয়ের উদ্যোগে এইচএসসি ও আলিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার ১৭৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও উপজেলায় ফলাফলে প্রথম হওয়া দুটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংগঠনটির সভাপতি মেহেদী হাসান জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. এ এন এম মেশকাত উদ্দীন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য কামরুদ্দীন নিশানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট সাইফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) মাঈন উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মীর হোসেন, সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. নেছারুল হক নুরী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আফছার উদ্দিন, চট্টগ্রাম দারুল ইরফান একাডেমি অধ্যক্ষ মাওঃ কেফায়েত উল্লাহ, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিপুল দাস, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন, ইগনাইট মিরসরাইয়ের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ও মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজ- বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ ইগনাইট মিরসরাই’র প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাইর গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং ইগনাইট মিরসরাইয়ের এমন আয়োজনকে সাধুবাদ জানান।