চট্টগ্রামের মীরসরাইয় আইন শৃংখলা সভার সাথে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
২৫ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলা কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা মিটিংয়ে গ্রাম আদালতের ব্যবস্থাপনা কমিটির সাথে সভা অনুষ্ঠিত হয়।
গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারা দেশের প্রতিটি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় মীরসরাই উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রাম আদালত ব্যবস্থাপনা সভাপতি কর্মকর্তা মাহফুজা জেরিন। (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সদস্য সচিব সমাজ সেবা কর্মকর্তা, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ও সাংবাদিক প্রতিনিধি।
আলোচ্যবিষয়ঃ গ্রাম আদালত সেবা পরিচালনা করার জন্য স্ব স্ব ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের দায়িত্ব প্রদান।
তিনি জানান ইউনিয়ন পরিষদের সকল সেবার পাশাপাশি গ্রাম আদালত সেবা অন্যতম সেবা। বর্তমানে গ্রাম আদালত কার্যক্রমে স্থবিরতা চলমান। গ্রামের তৃনমূল পর্যায়ে ছোট খাট অনেক বিবাদের সৃষ্টি হচ্ছে। কিন্তু মীমাংসা করা যাচ্ছেনা তাই স্ব স্ব ওয়ার্ডের মহিলা সদস্যদের মামলা নিস্পত্তি গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পূর্বক গ্রাম আদালত পরিচা লনার দায়িত্ব প্রদান করা হয়। পাশা পাশি বর্তমানে মামলার সংখ্যা খুবই কম। গ্রাম আদালতের সেবায় স্ববিরতার কারনে মামলা গ্রহন করা হচ্ছে না বলে জানান মীরসরাই উপজেলা উপজেলা সমন্বয়কারী জেছমিন আক্তার। আলোচনায় কমিটির সকলে অংশগ্রহন করেন।