ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে হাটহাজারী সরকারি কলেজ শিক্ষার্থীরা এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
এর আগে শিক্ষার্থীরা কলেজ শহীদ মিনারের সামনে জড়ো ‘গোলামী না আজাদি, আজাদি আজাদি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘হাইকমিশনে/আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমরা কী চাই, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের প্রধান সড়ক পদক্ষিন করে পৌরসভার বাস স্টেশন চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থী সৈয়দ গালিব, নুরুল হুদা, রিদয় সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি
তারা বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক থাকবে। কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য অবশ্যই ভারতকে ক্ষমা চাইতে হবে।
তারা আরো বলেন, শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না। যেভাবে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করেছি সেভাবেই আমরা দিল্লির আগ্রাসনও রুখে দেব।