সৌদি আরব হাফার আল বাতেন প্রদেশ চট্টগ্রাম জেলা বিএনপি উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় হোটেল ফিলারুজে এ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
সভায় চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাফার আল বাতেন প্রদেশ বিএনপির সভাপতি জনাব মনির হোসেন মুন্না। প্রধান বক্তা ছিলেন হাফার আল বাতেন প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল। স্বাগত বক্তব্য দেন হাফার আল বাতেন প্রদেশ চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ রানা হামিদ।
হাফার আল বাতেন প্রদেশ চট্টগ্রাম জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফার আল বাতেন প্রদেশ চট্টগ্রাম জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডঃ হারুনুর রশিদ, মো. আইয়ুব খান, মো. রুহুল আমিন, মো. খোরশেদ, মো. কোরবান আলী, সিনিয়ার সহ সভাপতি আমিনুল হক আবু , সহ-সভাপতি মো. ইকবাল, মো. মামুন, মো. দেলোয়ার, মো. আলম, মো. শহিদুল্লাহ, মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আজিম, দপ্তর সম্পাদক মো. ইয়াসিন আরাফাত, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আইয়ুব , মোঃ করিম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ আতিক, মো. আরমান, মো. মুরাদ প্রমুখ।