হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পার্শ্ববর্তী শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ওইদিন ভোর রাতের দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ কুয়াইশ এলাকার এভার কেয়ার হাসপাতালের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক রাজিব জানান, প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে আমি বাসায় চলে যায়। আজ সকালে আমার দোকান পুড়ে গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার দোকান “ফুড স্টেশন” সহ পাশের সাদ্দাম, জিকু, জসিমের “মা স্টোর” “জারাস ক্যাফে” ও “ভাত ঘর” নামক চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ভোর রাতের দিতে হঠাৎ করে এভার কেয়ার হাসপাতালের পাশে টিন দিয়ে নির্মিত অস্থায়ী দোকানগুলো আগুন দেখা দিলে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালায়। তবে দোকানগুলোর টিনের তৈরী হওয়ায় খুব দ্রুত সময়ে মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ওই চারটি দোকানের সমস্ত আসবাবপত্র, ফ্রিজ ও নগদ টাকাও পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, এ ঘটনায় তাদের অন্তত ১০/১২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান মালিক রাজিবের দাবী তাদের দোকানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা এ ব্যাপারে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।
হাটহাজারী থানাধীন মদুনাঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিনের কাছে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনা তিনার জানা নাই, কেউ ফোন করেও জানাননি। পরে বায়েজিদ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেন।