চট্টগ্রামের সন্দ্বীপে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।সভায় উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান বাদশা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমপক্ষে জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবু ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগন বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা গন সাংবাদিক বিভিন্ন আলেম ওলামা বৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গরা ।