চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি এসবিএস জিপার কারখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক।
প্রতিষ্ঠানের গ্লোবাল সিইও মিঃ শু জিয়াং মেং এর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এসবিএস জিপার বাংলাদেশের সিইও মিঃ শেন ওয়েইফং, স্টক কোম্পানির সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান শু কোনিংবো, প্রোডাকশন জিএম মিঃ লিউসহ শিল্প প্রতিষ্ঠানটি কর্মকর্তা ও বেপজার কর্মকর্তাবৃন্দ।
এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি সূত্রে জানা গেছে, এসবিএস জিপার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিপার উৎপাদনকারী। চীনের তাদের অবস্থান প্রথম। চীনে এসবিএসের ৫টি কারখানা রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এসবিএসের বেশ কয়েকটি প্রতিনিধি কার্যালয় রয়েছে।
প্রতিষ্ঠানের গ্লোবাল সিইও মিঃ শু জিয়াং মেং বলেন, মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে এসবিএস জিপার বাংলাদেশ ২৩ হাজার বর্গ মিটার জমি বরাদ্দ নিয়েছে। এতে ৬টি কারখানা নির্মাণ করা হবে। এসবিএস জিপার কোম্পানি বছরে ২৭১ মিলিয়ন পিস মের্টাল, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের জিপার তৈরি করবে। ২০২৫ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি উৎপাদনের যাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে ৫০০ মানুষের কর্মসংস্থান হবে।