ঘূর্ণিঝড় সিত্রাং এর ফলে সারাদেশের ন্যায় সন্দ্বীপে বিভিন্ন স্হানে গাছ পড়ে বৈদ্যুতিক খুটি রাস্তায় পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ৩৫/৪০ ঘন্টা। অনেক স্হানে বৈদ্যুতিক খুটি সরালে ও উপজেলার হারামিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া সড়কে পাঠাওয়ারীর বাড়ির পাশে সড়কে বৈদ্যুতিক খুটি ৩ দিন যাবৎ পড়ে আছে। এতে করে এ এলাকার জনসাধারণ একদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, অন্য দিকে মালেক মুন্সি বাজার থেকে বকতার হাট গামী মানুষ ও গুপ্তছড়া থেকে হারামিয়া ইউপি গামী ও কাছিয়াপাড় গামী জনসাধারণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ খুটির কারণে কোন গাড়ি চলাচল করতে পারছে না। বিষয়টি নিয়ে পল্লী চিকিৎসক বিশ্বজিৎ বলেন খুঁটির রাস্তায় খুটি পড়ে থাকাতে এলাকায় গাড়ি নিয়ে আসা যাচ্ছে না, সঠিক টাইমে চিকিৎসা দিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন বিষয়টি আমি সরোজমিনে দেখছি উপজেলা বিদ্যুৎ বিভাগ কে জানিয়েছি দ্রুত ঠিক করা হবে বলে তারা জানিয়েছেন৷
সন্দ্বীপ উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন ঘূর্ণিঝড় সিত্রাং আমাদের অনেক গুলি খুটি সহ তারের ক্ষতিগ্রস্ত করছে আমরা কাজ করছি আশা করি এ খুটি টি আগামীকালের মধ্যে ঠিক করা হবে।
সন্দ্বীপে সড়কে পড়ে আছে বৈদ্যুতিক খুটি দুর্ভোগ চরমে
-
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে
- Update Time : 07:40:24 pm, Wednesday, 26 October 2022
- 226 Time View
Tag :
জনপ্রিয় সংবাদ