চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মাহফুজা জেরিন। সভাপতির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ম্যানেজার জনাব সাজেদুল আনোয়ার ভূঞা।
অংশগ্রহণ কারী হিসাবে উপস্থিত ছিলেন ৪৫ জন নারী সদস্য ১৬ জন প্রশাসনিক কর্মকর্তা সহ মোট ৬১ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আইন ও বিধি নিয়ে শেসন পরিচালনা করেন।
প্রধান অতিথি গ্রাম আদালতের দায়িত্ব সদস্যদের স্ব স্ব ওয়ার্ডের মামলা পরিচালনার করার জন্য নির্দেশ প্রদান করেন। এবং কোন বিষয়ে অস্পষ্টতা থাকলে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী জেছমিন আক্তার এর সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। উক্ত প্রোগ্রাম সঞালনায় ছিলাম জেচমিন আক্তার,উপজেলা সমন্ময়কারী, এভিসিবি তয় প্রকল্প, মীরসরাই।