চট্টগ্রাম 7:40 pm, Tuesday, 1 July 2025

মিরসরাইয়ে ইগনাইটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সামাজিকে সংগঠন ‘ইগনাইট মিরসরাই’ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার ওয়াদেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সহ-সভাপতি মোঃ শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াদেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম।

সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়াদেপুর ইউনিয়নের জামায়াতে আমীর মাওলানা সিরাজুল ইসলাম।

সমাজ সেবক ও অবসারপ্রাপ্ত সেনা সদস্য ফখরুদ্দীন নিজামীর পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫ নং ওয়াদেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তোবারক হোসেন, ব্যবসায়ী ইউনূছ নবী মিনার, ইস্টার্ণ ব্যাংকের রিলেশানশীপ ম্যানেজার রেজাউল হান্নান চৌধুরী, মার্কেন্টাইল ইন্সুরেন্স লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মীর হোসেন, ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রেন্সিপাল অফিসার মোঃ নাজিম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন, সমাজ সেবক ও রাজনীতিবিদ শফিকুল মাওলা প্রমুখ।

অনুষ্ঠানে রোগীদের সচেতনামূলক ব্ক্তব্য প্রদান ও সেবাদান করেন মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল ইসলাম রিয়াদ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নুর তমিজ ভুঁইয়া রিয়াদ। এছাড়াও মিরসরাই সেবা হাসপাতাল কর্তৃক রোগীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করা হয়।

ইগনাইট মিরসরাই প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আকবর হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ইগনাইট মিরসরাইয়ের কার্যকরী কমিটি ও ১৫ নং ওয়াদেপুর ইউনিয়নের সদস্যগণ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় এই সেবা পেয়ে আয়োজক ও পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, ইগনাইট মিরসরাই মূলত শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে কাজ করে। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা গরীব ও অসহায় রোগীদের সেবা প্রদানের জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। উপজেলার ১৬ টি ইউনিয়নে আমরা এই কর্মযজ্ঞ অব্যাহত রাখবো।

সমাজ সেবক ফখরুদ্দীন নিজামী বলেন, মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ওয়াদেপুরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও জনবান্ধব নানা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে বসতবাড়ি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ৩

মিরসরাইয়ে ইগনাইটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : 10:11:28 pm, Saturday, 28 December 2024

সামাজিকে সংগঠন ‘ইগনাইট মিরসরাই’ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার ওয়াদেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সহ-সভাপতি মোঃ শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াদেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম।

সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়াদেপুর ইউনিয়নের জামায়াতে আমীর মাওলানা সিরাজুল ইসলাম।

সমাজ সেবক ও অবসারপ্রাপ্ত সেনা সদস্য ফখরুদ্দীন নিজামীর পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫ নং ওয়াদেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তোবারক হোসেন, ব্যবসায়ী ইউনূছ নবী মিনার, ইস্টার্ণ ব্যাংকের রিলেশানশীপ ম্যানেজার রেজাউল হান্নান চৌধুরী, মার্কেন্টাইল ইন্সুরেন্স লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মীর হোসেন, ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রেন্সিপাল অফিসার মোঃ নাজিম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন, সমাজ সেবক ও রাজনীতিবিদ শফিকুল মাওলা প্রমুখ।

অনুষ্ঠানে রোগীদের সচেতনামূলক ব্ক্তব্য প্রদান ও সেবাদান করেন মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল ইসলাম রিয়াদ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নুর তমিজ ভুঁইয়া রিয়াদ। এছাড়াও মিরসরাই সেবা হাসপাতাল কর্তৃক রোগীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করা হয়।

ইগনাইট মিরসরাই প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আকবর হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ইগনাইট মিরসরাইয়ের কার্যকরী কমিটি ও ১৫ নং ওয়াদেপুর ইউনিয়নের সদস্যগণ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় এই সেবা পেয়ে আয়োজক ও পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, ইগনাইট মিরসরাই মূলত শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে কাজ করে। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা গরীব ও অসহায় রোগীদের সেবা প্রদানের জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। উপজেলার ১৬ টি ইউনিয়নে আমরা এই কর্মযজ্ঞ অব্যাহত রাখবো।

সমাজ সেবক ফখরুদ্দীন নিজামী বলেন, মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ওয়াদেপুরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও জনবান্ধব নানা কার্যক্রম অব্যাহত থাকবে।