মোঃ ইউনুস সভাপতি ও মিনহাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে মীরসরাইয়ে মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের( ২০২৫-২৬) দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) সংগঠনের কার্যালয়ে বার্ষিক সাধারন সভায় সাবেক সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্টাতা সভাপতি মোঃ আলতাফ হোসেন ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিকুর সাক্ষরিত অনুমোদনে এই কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি মো. নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক নাজমুল হোসেন আলভী, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির উদ্দিন,যুব ও ক্রীড়া সম্পাদক রাহাত হোসেন,আত্ব মানবতা বিষয়ক সম্পাদক আদনান বীন আলসামী,প্রচার সম্পাদক আবদুল মহিন অন্তর,সদস্য মোরশেদ উদ্দিন,বেলাল হোসেন,ফরিদুল ইসলাম বাবলু,ইমরান হোসেন ও কামরুল আলম।