চট্টগ্রাম 7:49 pm, Tuesday, 1 July 2025

পূর্বাভাসভিত্তিক সতর্কবার্তায় কমিউনিটির সক্ষমতাবৃদ্ধিতে চট্টগ্রাম শহরের চার এলাকায় কবিগান ও মহড়া অনুষ্ঠিত

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ‘র  উদ্যোগে, জিএফএফও ‘র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় এবং রাইমস’র কারিগরি সহায়তায় বাস্তবায়িত “Child centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্পভূক্ত ৪টি ওয়ার্ডে ২৯-৩০ ডিসেম্বর- ২০২৪ খ্রি. দুইদিব্যাপী ( সকাল-বিকাল)  যথাক্রমে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের রৌফাবাদ- পাহাড়িকা আবাসিক এলাকা (খালপাড়) ফিরোজশাহ কলোনী ওব্যাট জুনিয়র হাইস্কুল মাঠ, ইউসেপ মতিঝর্ণা টেকনিক্যাল স্কুল মাঠ এবং ষোলশহর স্টেশন সংলগ্ন খোলা মাঠে “পাহাড়ধসের পূর্বাভাসভিত্তিক সতর্ক বার্তা ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিমূলক মহড়া”  অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পাহাড়ধসের কারণ ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে আগাম ব্যবস্থা স্বরূপ জনসচেতনতামূলক বার্তা প্রদানে বিশেষ মহড়ার মাধ্যমে কবিগান পরিবেশন করেন চট্টলার বিখ্যাত কবিয়াল মোহাম্মদ আবু ইউসুপ ও তাঁর দল এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে পূর্বাভাস ভিত্তিক আবহাওয়া সতর্কবার্তা বিশেষত ভূমিধসের প্রেক্ষিতে সামগ্রিক ক্ষয়ক্ষতি /সেক্টর ভিত্তিক ( কৃষি, মৎস, প্রাণীসম্পদ ইত্যাদি) বিষয়ক সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া ও সসম্প্রচার কেন্দ্র, পতেঙ্গা, চট্টগ্রাম এর ইন্সপেক্টর  আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসার কর্মকর্তা এসএম শাহরিয়ার আলম, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।

উল্লেখ্য উল্লেখিত চারটি স্থানে কয়েক হাজার মানুষ উক্ত মহড়াভিত্তিক কবিগান ও আবহাওয়ার সতর্ক বার্তা বিষয়ক সেশন উপভোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে বসতবাড়ি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ৩

পূর্বাভাসভিত্তিক সতর্কবার্তায় কমিউনিটির সক্ষমতাবৃদ্ধিতে চট্টগ্রাম শহরের চার এলাকায় কবিগান ও মহড়া অনুষ্ঠিত

Update Time : 07:37:25 pm, Monday, 30 December 2024

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ‘র  উদ্যোগে, জিএফএফও ‘র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় এবং রাইমস’র কারিগরি সহায়তায় বাস্তবায়িত “Child centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্পভূক্ত ৪টি ওয়ার্ডে ২৯-৩০ ডিসেম্বর- ২০২৪ খ্রি. দুইদিব্যাপী ( সকাল-বিকাল)  যথাক্রমে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের রৌফাবাদ- পাহাড়িকা আবাসিক এলাকা (খালপাড়) ফিরোজশাহ কলোনী ওব্যাট জুনিয়র হাইস্কুল মাঠ, ইউসেপ মতিঝর্ণা টেকনিক্যাল স্কুল মাঠ এবং ষোলশহর স্টেশন সংলগ্ন খোলা মাঠে “পাহাড়ধসের পূর্বাভাসভিত্তিক সতর্ক বার্তা ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিমূলক মহড়া”  অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পাহাড়ধসের কারণ ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে আগাম ব্যবস্থা স্বরূপ জনসচেতনতামূলক বার্তা প্রদানে বিশেষ মহড়ার মাধ্যমে কবিগান পরিবেশন করেন চট্টলার বিখ্যাত কবিয়াল মোহাম্মদ আবু ইউসুপ ও তাঁর দল এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে পূর্বাভাস ভিত্তিক আবহাওয়া সতর্কবার্তা বিশেষত ভূমিধসের প্রেক্ষিতে সামগ্রিক ক্ষয়ক্ষতি /সেক্টর ভিত্তিক ( কৃষি, মৎস, প্রাণীসম্পদ ইত্যাদি) বিষয়ক সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া ও সসম্প্রচার কেন্দ্র, পতেঙ্গা, চট্টগ্রাম এর ইন্সপেক্টর  আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসার কর্মকর্তা এসএম শাহরিয়ার আলম, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম।

উল্লেখ্য উল্লেখিত চারটি স্থানে কয়েক হাজার মানুষ উক্ত মহড়াভিত্তিক কবিগান ও আবহাওয়ার সতর্ক বার্তা বিষয়ক সেশন উপভোগ করেন।